ভারতীয় টেবিল টেনিসের ‘দ্রোণাচার্য’ আর নেই! প্রয়াত কোচ জয়ন্ত পুশিলাল

বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের জগতে শোকের ছায়া। চলে গেলেন কোচ জয়ন্ত পুশিলাল (TT Coach Jayanta Pushilal)। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন, বাড়ছিল শারীরিক সমস্যায়। মঙ্গলবার রাতে তাঁর নারকেলডাঙ্গার বাড়িতেই লড়াই শেষ ৬৩ বছরের স্পোর্টসম্যানের। বঙ্গ টিটি-র ‘বোটনদা’ চলে যাওয়ায় শোকের ছায়া টেবিল টেনিসের দুনিয়ায়।

জয়ন্ত দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুক্তিভক্তি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। নারকেলডাঙ্গার টেবিল টেনিস ক্লাবে তাঁর কোচিংয়ের হাত ধরেই উঠে এসেছেন এশিয়ান গেমসে (Asian Games) পদকজয়ী মৌমা দাস, প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন অরূপ বসাক, প্রাপ্তি সেন, অনিন্দিতা চক্রবর্তীর মতো একঝাঁক তারকা। রাজ্যে প্যাডলার তৈরির করার সঙ্গে কোচিং করিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও। তাঁকে সম্মানিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দ্রোণাচার্য’ সম্মান পেয়েছিলেন।কিংবদন্তি কোচের প্রয়াণে শোক প্রকাশ করেন রাজ্য টিটি সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, জাতীয় কোচ সৌরভ চক্রবর্তীরা।


Previous articleগিটার -গানে স্বাস্থ্যভবনের বাইরে নিশিযাপন, আন্দোলনকারীরা খাবেন কী? খোঁজ নিলেন স্বাস্থ্যসচিব
Next articleআজ রাজ্যের বণিক ও শিল্পমহলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী