Monday, August 25, 2025

নিয়োগ মামলায় অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই জামিন দেয়। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে মানিককে।প্রাথমিকে নিয়োগ মামলায় ২০২২ সালে ED-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। শুনানি চলাকালীন আদালতে মানিক সম্প্রতি কান্নায় ভেঙে পড়েন। অবশেষ ২৩ মাস পর জেলমুক্তি। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। অবশেষে বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মেনে নিল কলকাতা হাই কোর্ট।পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। হাই কোর্টের তরফ থেকে শর্ত হিসাবে বলা হয়েছে,
• এলাকা ছাড়তে পারবেন না মানিক। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না
• নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।
• তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে
• কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করা যাবে না
• কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না

নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের পাশাপাশি স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে হাইকোর্টের তরফ থেকে তাঁর শতরূপাকে জামিন দেওয়া হয়। অন্যদিকে, মানিক পুত্রের জামিন হয় সুপ্রিম কোর্টে। এরপর জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন মানিক। তবে সে সময় জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। অবশেষে ২৩ মাস পর মিলল জামিন।










Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version