Thursday, August 21, 2025

আন্দোলনে হাওয়া! পামেলার পর জুনিয়র ডাক্তারদের অবস্থানে পাখা হাতে বিজেপি নেত্রী শর্বরী

Date:

Share post:

তাঁদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বারবার এই দাবি করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctor)। বিজেপির (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli), কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরী এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) দেখে “গো ব্যাক” স্লোগান দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার ত্রুটি রাখেননি তাঁরা। কিন্তু একের পর এক ছবি বলছে অন্য কথা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না আন্দোলনে বিজেপির জেলখাটা যুবনেত্রী পামেলা গোস্বামীকে স্লোগান দিতে দেখার পরেই আরও একটি ছবি ধরা পড়ল। সেইখানে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukhopadhyay) হাতপাখা নিয়ে বাতাস করছেন আন্দোলনকারীদের। তাঁকেও তাঁরা বাধাও দিচ্ছেন না। অথচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) যখন আন্দোলনে রাজনীতি ঢুকে পড়ার অভিযোগ করেছিলেন, তখন কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেন আন্দোলনরত চিকিৎসকরা।নবান্নের তরফ থেকে বারবার ইমেইল করে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া সত্ত্বেও তা এড়িয়ে যাওয়ার পরে বুধবার নবান্ন থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ডাক্তারদের আন্দোলনে কোথাও কী রাজনীতি ঢুকে পড়েছে? জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে সে কথা অস্বীকার করেন। কিন্তু ডাক্তারদের মঞ্চে দেখা গিয়েছে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে কোকেন-সহ গ্রেফতার হওয়া রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক পামেলা গোস্বামীকে। তিনি ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের খাবার পরিবেশ করছেন। পামেলা ডাক্তারদের অবস্থানে কী করছেন? এই প্রশ্ন যখন সবে মাথাচাড়া দিয়েছে তখনই আরও এক ছবি দেখা গেল। টলিউডের পরিচিত মুখ শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukhopadhyay)। বেশিরভাগ সময়ই নেগেটিভ রোলে দেখা যায় তাঁকে। দক্ষ অভিনেত্রী। সম্প্রতি গেরুয়া শিবিরের নাম লিখিয়ে দলের হয়ে বিক্ষোভ-আন্দোলনে প্রথম সারিতে থাকছেন। সেই শর্বরীকে দেখা গেল গরমে আন্দোলনরত চিকিৎসকদের হাতপাখা দিয়ে হাওয়া করতে। বেশ কিছুটা জায়গা জুড়ে তিনি ঘুরে ঘুরে জুনিয়ার ডাক্তারদের হাওয়া দিলেন।রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে শাসকদল যে অভিযোগ করছে সেটাই কি সত্যি? বিরোধীরা এই আন্দোলনে এভাবেই পিছন থেকে হাওয়া দিচ্ছে! উস্কানি চলছে বলেই সুপ্রিম নির্দেশ অমান্য করে এখনও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে ভুল কী বলেছেন? প্রশ্ন অনেকেরই।










spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...