বার বার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়ে বৈঠক চেয়েছে রাজ্য। কিন্তু শর্ত নিয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্ন সভাঘরের সামনে গিয়েও বৈঠকে ঢুকলেন না আন্দোলনকারীরা। ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পরে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) অভিযোগ করলেন, ”ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না। কিন্তু তিলোত্তমা বিচার পাক।”
এরপরেই উষ্মা প্রকাশ করে মমতা (Mamata Banejee) বলেন, ”আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।”