Friday, November 14, 2025

রাজ্য সরকার-শাসকদলকে বেকায়দায় ফেলতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক! কুণালের বিস্ফোরক পোস্ট

Date:

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থানে হামলা চালিয়ে রাজ্য সরকার শাসকদলকে বদনাম করার ষড়যন্ত্র চলছে। কথোপকথন পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের স্যোশাল মিডিয়ায় (Scocial Media) তিনি অভিযোগ করেন, এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের ভয়ঙ্কর চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অবস্থানে বিপুল বহিরাগতদের আনাগোনা চলছে। সেই জায়গা থেকেই এই হামলার ছক কষা চলছে।নিজের এক্স হ্যান্ডেল কুণাল লেখেন,
“ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।“
এর পরেই সেই কথোপকথনের কিছুটা অংশ পোস্ট করেন তিনি। সেখানে লেখা,
“All Alert
-” সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে।”
-” অর্ডার করলে উড়িয়ে দে।”
ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই।
রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধরনায় হামলার। ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবদেরও।
পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা।
পুলিশ, প্রশাসন নজর দিন। ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক।
একটু পরে আরও কিছু অংশ দেব। সব ওই শিবির থেকেই ‘লিক’ করছে। কারণ, ওদিকেও দুএকজন এই ভয়ানক খেলায় ঢুকতে দ্বিধাগ্রস্ত।“

কুণালের (Kunal Ghosh) অভিযোগ, রাজ্য সরকারকে বদনাম করতে ধর্না-আন্দোলনে হামলার ছক কষছে BJP। সেই কারণে অবিলম্বে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ।










Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version