ফের পিছিয়ে গেল প্রয়াত প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগের মামলার শুনানি। এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল অক্টোবরে। তবে তা জানা যাচ্ছে, পরের বছর মার্চ মাসে হবে সেই শুনানি। এমনটাই জানিয়ে দিল আর্জেন্তিনার একটি আদালত।জানা যাচ্ছে, শুনানি শুরু হওয়ার কথা ১১ মার্চ থেকে ।

মারাদোনার মৃত্যুর পর, মারাদোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। আর্জেন্তিনার আপিল আদালত জানায়, মারাদোনাকে যে চিকিৎসক দেখছিলেন এবং নার্স-সহ ছ’জনের বিরুদ্ধে শুনানি শুরু হবে। আর এক নার্স জিসেলা দাহিয়ানার শুনানি আলাদা করে হবে। প্রত্যেকের বিরুদ্ধে মারাদোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে। সেই মামলার শুনানি ২ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এদিন আর্জেন্তিনার এক আদালত তা পিছিয়ে দেয়। এর আগে মে থেকে অক্টোবরে শুনানি পিছোনো হয়েছিল।


মারাদোনার মৃত্যুর পরের বছর আর্জেন্তিনার এক সরকারি আইনজীবী অভিযোগ করেন, ঠিকঠাক চিকিৎসা এবং দেখভাল না হওয়ার ফলে মারাদোনার মৃত্যু হয়। তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছিলেন। তার পরেই মামলা দায়ের করা হয় চিকিৎসকের বিরুদ্ধে।
