Thursday, November 13, 2025

দুর্যোগের শনিতে শিয়ালদহ শাখায় ট্রেন ভোগান্তি শুরু

Date:

রেলের কাজের জন্য শিয়ালদহ-বনগাঁ শাখায় (Sealdah- Bongaon) ট্রেন বাতিলের খবর আগেই মিলেছিল। এবার রাত থেকে শুরু হবার টানা বৃষ্টিতে ট্রেনের ট্র্যাকে জল জমে বিঘ্নিত পরিষেবা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে বিরাটি (Birati) ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত শিয়ালদহ – রুটে আপ এবং ডাউন মিলিয়ে ৩৮ টি ট্রেন বাতিল থাকবে। সেই মতো সকাল থেকেই যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। তার সঙ্গে রেল লাইনের বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে সময় মতো গাড়ি গন্তব্যে পৌঁছতে পারছে না। অন্যদিকে টানা বৃষ্টির জেরে বিঘ্নিত হচ্ছে মেরামতির কাজও। সবমিলিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

পূর্ব রেলের (Eastern Railway) বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সারাদিন শিয়ালদহ রুটের একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হবে। যেহেতু শনিবার অনেক অফিস ছুটি থাকে সেই কারণে এই দুটো দিনকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের কর্তারা মনে করছেন। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টির দুর্যোগ বাড়ায় সেই কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছে রেল।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা-

শনিবার – 

• হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)

• শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)

রবিবার –

• বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)

• হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)

• দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)

• বনগাঁ-মাঝেরহাট-30342

• মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)

• লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)

• হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)

• বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145

• মাঝেরহাট-বারাসত- 30351

• মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358

• বারাসত-বনগাঁ- 33361

• বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439

• বারাসাত–দত্তপুকুর: 33357

• দত্তপুকুর–শিয়ালদহ: 33616


Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version