Friday, November 14, 2025

ফের ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ডের লড়াই, স্বরূপের বিরুদ্ধে মামলা পরিচালকদের!

Date:

ফের মুখোমুখি সংঘাতে ফেডারেশন (FCTWA) বনাম ডিরেক্টরস গিল্ড। তবে এবার সিনেমা তৈরি করা নিয়ে কোনও জটিলতা, নেই বরং মহিলা হেনস্থার প্রসঙ্গে ‘মিথ্যে’ অভিযোগ করার জন্যই নাকি সরাসরি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে মানহানির মামলা করলেন পরিচালকরা! নারী সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে যখন রাজ্যজুড়ে একাধিক পদক্ষেপ গৃহীত হচ্ছে ঠিক তখনই টলিপাড়ার যৌন হেনস্থা রুখতে ‘সুরক্ষা বন্ধু কমিটি’র ঘোষণা করা হয়েছিল। এরপরই স্বরূপ জানিয়েছিলেন, যৌন হেনস্থার প্রায় ৬০ শতাংশ অভিযোগই পরিচালকদের বিরুদ্ধে রয়েছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলা চলচ্চিত্র জগতের পরিচালকরা (Bengali Film Directors)। ডিরেক্টরস গিল্ডের তরফে গত দুদিনে দফায় দফায় বৈঠক করা হয়েছে। অবশেষে সর্বসম্মতিক্রমে তাঁরা মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন স্বরূপ বিশ্বাসকে।

যৌন হেনস্থার এবং নারী নির্যাতনের প্রতিবাদ নিয়ে যখন রাজ্য তোলপাড়, সেই আবহে বাংলা সিনেমা সিরিয়াল জগতের মহিলা কলাকুশলীদের সমস্যার কথা শিরোনামে উঠে আসে। কীভাবে তাঁদের পরিচালক প্রযোজক বা সতীর্থদের যৌন লালসার শিকার হতে হয় তা নিয়ে সরব হয়েছেন প্রথম সারির বেশ কয়েকজন অভিনেত্রী। এরপরই ফেডারেশনের তরফে ‘সুরক্ষা বন্ধু কমিটি’র ঘোষণা করা হয়। এই প্রসঙ্গেই ফেডারেশন সভাপতি বেশিরভাগ পরিচালকদের বিরুদ্ধে অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ এবং সংগঠনের সদস্য হিসেবে তাঁদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাল্টা জবাবই ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন (Subrata Sen) জানান, স্বরূপের মন্তব্যে পরিচালকদের বিরুদ্ধে ভ্রান্ত খবর ছড়ানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি যেভাবে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে তাতে ৬৩ জন পরিচালক একজোট হয়ে ফেডারেশন সভাপতির মন্তব্যের বিরোধিতায় আইনি পদক্ষেপ করেছেন। এই প্রসঙ্গে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) জানান যে গিল্ডও ফেডারেশন সভাপতির নামে একাধিক অভিযোগ শুনেছে কিন্তু তথ্য প্রমাণ না থাকায় সংবাদমাধ্যমে কোন ধরণের নেতিবাচক মন্তব্য করেনি। তাঁর আরও মত, যে কিছুদিন আগে পরিচালক- টেকনিশিয়ান যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তারই শোধ তুলতেই নাকি স্বরূপের তরফে এমন আক্রমণ শুরু হয়েছে। সূত্রের খবর গিল্ডের তরফে মানহানির যে মামলা করা হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হরনাথ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনিরুদ্ধ রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায়,জয়দীপ মুখোপাধ্যায়-সহ ৬৩ জন পরিচালক স্বাক্ষর করেছেন। এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশাবাদী সুব্রত সেন। স্বরূপ বিশ্বাস এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি, শুধু জানিয়েছেন আইনি নোটিসের জবাব আইন মেনেই নেওয়া হবে। এই ঘটনার কথা জানাজানি হতেই অনেকে মনে করছেন আরও একবার গিল্ড বনাম ফেডারেশনের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠলো।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version