Tuesday, November 11, 2025

ভিন্ন রাজনৈতিক মত হলেই আপত্তি! আরজিকরসহ অন্যান্য হাসপাতালেও বাকিদের বাধা কেন? প্রশ্ন কুণালের

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের উপর কোন ব্যবস্থা নেবে না রাজ্য সরকার সেকথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী। ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দেন আন্দোলনকারীদের একাংশের চাপে আরজিকরসহ অন্যান্য হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের কাজ করতে নিষেধ করা হচ্ছে। যে অভিযোগ আছে সেটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে তারা হয়তো কর্ম বিরতির সম্মত ছিলেন না। ভিন্ন রাজনৈতিক মত হলেই আপত্তি! আর জি করে ঢুকতে দেওয়া হচ্ছে না ৫১ জন জুনিয়র ডাক্তারকে। একাধিক প্রতিষ্ঠানে একই পরিস্থিতি। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের।

তিনি বলেন, অন্য রাজ্যের মতো এরাজ্যে ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আন্দোলনকারীদের মত এবং পথে কোনো মিল নেই। যারা এই আন্দোলন নিয়ন্ত্রণ করছেন তারা অন্যান্য কলেজে তাদের দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
কুণাল বলেন, একটা জটিল পরিস্থিতি চলছে আর তার সুযোগ নিয়ে ঝামেলা করার চেষ্টা হচ্ছে। তৃণমূল নেতার উদ্বেগ, যাদের উপর রাগ আছে, এখন তাদের গায়ে কোনও তকমা লাগিয়ে মেডিক্যাল কলেজগুলিতে ঢোকা বন্ধ করার প্রবণতা আপত্তিকর। এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।

মুখ্যমন্ত্রীর কর্মবিরতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না বলেছেন। কিন্তু তারা যে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তার সঙ্গে তথ্য প্রমাণ আইনের কোনও যোগাযোগ নেই।। পরিসংখ্যান তুলে ধরে কুণাল বলেন, আরজি করেই ৫১ জন আছেন, অথচ তাদেরকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না। তারা হয়তো কর্মবিরতিতে একমত নয়, কিন্তু তার মানে এটা হতে পারে না যে তাদেরকে থ্রেট করা হবে।
কুণালের সাফ কথা, কারও বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ থাকলে ব্যবস্থা হোক। কিন্তু চলতি পরিস্থিতির সুযোগে যে কোনও অভিযোগ রটিয়ে, অধ্যক্ষদের ঘেরাও করে চাপ দিয়ে রাজনৈতিক বিরুদ্ধ মতাবলম্বীদের সরাচ্ছে কিছু আন্দোলনকারী। এই ছেলেমেয়েগুলি কোথায় যাবে? কীভাবে পড়বে? কীভাবে কাজ করবে? এরাও মেধাবী। অবিলম্বে এদের সমস্যার সমাধানও করা দরকার।











spot_img

Related articles

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি...