২০ বছর পেরিয়ে গিয়ে ফের প্রসঙ্গিক ধনঞ্জয় চট্টোপাধ্যাময়ের (Dhananjay Chatterjee) ফাঁসির মামলা। দীর্ঘদিনের অভিযোগ ছিল ওই ঘটনায় দোষী নন ধনঞ্জয়। সেই মামলার পুনর্বিচারের দাবি ফের জোরাল হচ্ছে। মঙ্গলবার এই বিষয় নিয়ে একটি সভা হয় কলকাতার রাণুচ্ছায়া মঞ্চে। এবার ওই মামলা কীভাবে ‘রি-ওপেন’ করা যায় তার আইনগত দিক খতিয়ে দেখতে আইনমন্ত্রী মলয় ঘটকের (Maloy Ghatak) সঙ্গে দেখা করেন চন্দ্রচূড় গোস্বামী, জীবন চক্রবর্তী-সহ অনেকেই।
রাজ্যের আইন দফতর সূত্রে খবর, ফাঁসি হয়ে যাওয়ার ২০ বছর পরে কোন সূত্র ধরে মামলা ‘রি-ওপেন’ করা যায় তা জানতে বিশিষ্ট আইনজীবীদের মতামত নিচ্ছেন সরকারি অফিসাররা। সেইসময়ে যে আইনজীবীরা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে কাউকে পাওয়া যায় কি না দেখা হচ্ছে।