ফিরে যেতে হবে ৩৪ বছর আগে। সেই ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ঘরের মাঠে সেই বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে তারকা হয়ে গিয়েছিলেন স্কিলাচ্চি।পালের্মোয় ‘সিভিকো’ হাসপাতালে মলাশয়ের ক্যানসারে ভুগে প্রয়াত হলেন ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করা প্রাক্তন এই স্ট্রাইকার।ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহের মধ্যে সব ম্যাচ শুরুর আগে স্কিলাচ্চিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে। এফআইজিসি প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা তার বিবৃতিতে বলেছেন, তার গোল উদ্যাপন ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।
ইতালির প্রথম ফুটবলার হিসাবে জাপানের জে লিগে খেলতে গিয়েছিলেন স্কিলাচ্চি। ১৯৯৭ সালে যোগ দেন জুবিলো ইওয়াতায়। ১৯৯৭ সালে তাদের লিগ জিততে তার অবদান ছিল সর্বাগ্রে। ১৯৯৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। ১৯৯০-এর পর আর কোনও বিশ্বকাপের দলে সুযোগ পাননি।