Sunday, May 4, 2025

ভয়াবহ বন্যার শিকার দক্ষিণবঙ্গের বিরাট অংশ। প্রতিনিয়ত জল বাড়ছে, ভাঙছে একের পর এক নদীর বাঁধ। এই পরিস্থিতিতে নিজে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ম্যান মেড’ (man made) বন্যার শিকার মানুষের মধ্যে গিয়ে তাঁদের সমস্যার কথাও শুনলেন তিনি। এই পরিস্থিতিতে মানুষকে এই পরিস্থিতিতে সুস্থ রাখতে কামারপুকুরে (Kamarpukur) রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়িতেও গিয়ে প্রার্থনা জানালেন তিনি।

হুগলির পুরশুড়া, আরামবাগ এলাকা ঘুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। পথে কামারপুকুরেও পরিদর্শনেও যান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। বাংলার ভূমি ধন্য, তেজস্বী মহাপুরুষদের আবির্ভাবে। তাঁর মতো জ্যোতির্ময়ের আশীর্বাদ মাথায় নিয়েই আমরা মানুষের পাশে থেকে আমৃত্যু কাজ করে যাব।

পাশাপাশি, কামারপুকুর (Kamarpukur) রামকৃষ্ণ মঠ ও মিশনের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলাপচারিতা হয়েছে। মানুষের কষ্ট আমাকে বড় পীড়া দেয়। আজ শ্রী শ্রী ঠাকুরের চরণে মা-মাটি-মানুষের মঙ্গলার্থে প্রার্থনা জানিয়ে এলাম। সকলে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে।”

 

বন্যা পরিস্থিতিতে রামকৃষ্ণ মিশন বরাবর সাধারণ মানুষের পাশে থেকে ত্রাণ ও উদ্ধার কাজে হাত লাগায়। বর্তমান পরিস্থিতিতেও কামারপুকুরের মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন পরে কামারপুকুরে মুখ্যমন্ত্রীকে পেয়ে স্থানীয় মানুষও আপ্লুত হয়ে পড়েন।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version