Sunday, August 24, 2025

বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্লাবিত এলাকায় দাঁড়িয়ে ঝাড়খণ্ড ও ডিভিসির (DVC) উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এই বন্যা ‘ম্যান মেড’ বলে দাবি করলেন তিনি। কেন্দ্র সরকারের অবহেলাকেও তোপ দাগেন তিনি। জলাধার রক্ষণাবেক্ষনে কেন্দ্রের উদাসীনকেই দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে ফোন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও ক্রমাগত ডিভিসি (DVC) থেকে জল ছাড়ায় মুখ্যমন্ত্রীর দাবি, “২০০৯ সালের পরে এত জল আগে কখনও ছাড়েনি। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নিজেদের রাজ্যে বাঁচানোর জন্য এই জল ছাড়া হয়েছে। পরিকল্পিত ম্যান মেড বন্যা (man made)।” বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভে ফুঁসে তিনি অভিযোগ করেন, “এত জল জীবনে ছাড়েনি। কী পরিস্থিতি দেখুন, দেখুন কী স্রোত। সব বাংলার উপর ঠেলে দাও।”

প্রতিবেশী রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “আগেই বিভিন্ন সময়ে অল্প অল্প করে জল ছাড়লে এই পরিস্থিতি হয় না। একসঙ্গে জল ছাড়লেই প্লাবিত হয়। যখন ৮০ শতাংশ জল থাকে তখন কেন ছাড়ো না?”

তবে যে কারণে জলাধারে জল ধরে রাখা সম্ভব হয়নি, সেই রক্ষণাবেক্ষন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্র সরকার ড্রেজিং (dredging) করলে আরো দু লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত ডিভিসি (DVC)।” কেন্দ্রের অবহেলার জন্য বারবার বাংলার বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version