সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব চ্যানেল হ্যাক! সাইবার নিরাপত্তা বড়সড়ো প্রশ্নের মুখে। শুক্রবার শীর্ষ আদালতের লাইভ স্ট্রিমিং চলাকালীন আচমকাই স্ক্রিনে ভেসে ওঠে ক্রিপটোকারেন্সির একটি অনুষ্ঠান। সাইবার সেফটির বড় গলদ চোখে পড়ে। বোঝা যায় হ্যাকারদের কবলে পড়েছে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল! নড়েচড়ে বসেন বিশেষজ্ঞরা। গোটা বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।