Tuesday, November 4, 2025

ইলিশ পাঠানো হচ্ছে না জেনেও ভারত ডিম পাঠিয়ে ছিল পড়শি বাংলাদেশকে (Bangladesh)। এবার দুর্গাপুজোর আগে এদেশে ইলিশ পাঠানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। শনিবার, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পদ্মাপাড় থেকে তিন হাজার টন রুপোলি শস্য আসছে ভারতে।প্রতিবছরই প্রায় দুর্গাপুজোর (Durgapujo) আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে এদেশে ঢোকে বাংলাদেশের (Bangladesh) ইলিশ (Hilsha)। ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ এর তরফে জানানো হয় এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। সে দেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার জানান, “পশ্চিমবঙ্গের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে ওপারে ইলিশ পাঠাতে পাঠাব না।“ তাঁর কথায়, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে ইলিশ মাছ কিনে খেতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, কোনও দেশেই নাকি ইলিশ রফতানি করছে না বাংলাদেশ। তবে, বাংলাদেশের ইলিশের চাহিদা ভারতের মতো অন্য দেশে এতো নেই। এই কথা সিদ্ধান্ত জানার পরেও, এপার থেকে বাংলাদেশে ডিম পাঠানো হয়।
আরও খবর: কলেজের মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীর বদলিতে নতুন বিজ্ঞপ্তি, মহিলাদের পাশেই সরকার

এর পরে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানায়, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে এপারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের যে সব মাছ ব্যবসায়ীরা আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদনে দরকার নেই। তবে নতুন করে আবেদন করতে চাইলে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।









Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version