Tuesday, May 20, 2025

বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে মানববন্ধন মহিলা তৃণমূলের

Date:

Share post:

আমার তোমার হাতে, আমারা সবাই দিদি-র সাথে- এই স্লোগানকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর মানববন্ধনের ডাক হয়েছে। ২-৩টে থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যের মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। বাংলার মহিলারা হাত উপুড় করে আর্শীবাদ করেন মমতাকে। কিন্তু সম্প্রতি আর জি করের ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা রাজ্যের মহিলাদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে নিশানা করে সরকারকে। এবার সেই প্রকল্পগুলির প্রচারে মানববন্ধনের ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিছিলও হবে রাজপথে।৩০ তারিখ রাজ্যের ৪২টি সাংসদীয় এলাকায় পাঁচ কিলোমিটার করে রাস্তা মানববন্ধন করা হবে। ওই দিন কলকাতা ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত মিছিল করবেন চন্দ্রিমা ভট্টাচার্যরা (Chandrima Bhattacharya)।নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা-ভাবনা ও উদ্যোগের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্য জুড়ে মেগা কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। ওই দিন বিকেল ৪টা থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কন্যাশ্রী-রূপশ্রী-সহ বাংলায় নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উদ্যোগ নিয়েছেন তা বিশ্বমঞ্চে বন্দিত হয়েছে একাধিকবার। তাঁরই এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচি। মন্ত্রীর সংযোজন— ২৮ সেপ্টেম্বর কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধন হবে। ওই একই সময়ে রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলাতেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সব মিলিয়ে মোট ১৭৫ কিলো মিটারের মানববন্ধন হবে ওই দিন। চন্দ্রিমার কথায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কৃতজ্ঞতা’। আর স্লোগান দেওয়া হয়েছে ‘আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। তাঁর সংযোজন এখন পুজোর আগে মানুষজন কেনাকাটা করতে বেরোন। এছাড়াও নিত্যদিনের ভিড় তো আছেই। কারও অসুবিধা না করে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে রাজ্য জুড়ে।









spot_img

Related articles

ওয়াকফ আইন সংবিধান বিরোধী তথ্য দাবি সুপ্রিম কোর্টের, কেন্দ্রের মিথ্য়াচার ফাঁস আইনজীবীদের

ওয়াকফ আইনকে বাতিল করতে গেলে এতে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ প্রয়োজন। সুপ্রিম কোর্টে ওয়াকফ...

আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আলুচাষীই ক্ষতিগ্রস্ত হন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস...

ইডেন নয় আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে, ঘোষণা বোর্ডের

সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে...

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...