বেপরোয়া গতির জেরে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা!

দুই লরির মুখোমুখি সংঘর্ষ, দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) ডিভাইডার টপকে অন্য লেনে উঠে গেল গাড়ি। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে (Lorry Accident)ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে অন্যদিকের লেনে। ওই রাস্তায় সোজাসুজি আসা অন্য একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথম লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি সেতুর উপর এই দুর্ঘটনার জেরে ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। শনিবার সকাল থেকে অবশ্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।


Previous articleআজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান, প্রতিপক্ষ গোয়া
Next articleকন্যাশ্রী-রূপশ্রীতে জীবনে উন্নতি: প্রশংসায় UNICEF-এর