Tuesday, November 4, 2025

বেনজির, মাত্র এক ঘণ্টার বিচারে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর উত্তর কোরিয়ায়!

Date:

Share post:

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। মাত্র এক ঘণ্টায় বিচার শেষ করা হয়েছে । একই দিনে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রি (৩৯) এবং কেং (৪৩) নামের এই দুই মহিলাকে গত ৩১ অগাস্ট একটি মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিচার করা হয়। আর এই বিচার প্রক্রিয়া শেষ করা হয় মাত্র এক ঘণ্টার মধ্যে! এরপর ওইদিন তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিচার প্রক্রিয়া দেখেছেন শত শত সাধারণ মানুষ ও মার্কেটের দোকানিরা। এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা চিনে থাকার সময় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সাহায্য করেছেন।

২০২৩ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার ৫০০ নাগরিককে জোর করে নিজের দেশে ফেরত পাঠায় চিন। ওই ৫০০ জনের মধ্যে রি এবং কেংও ছিলেন।একই অভিযোগে আরও ৯ মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে উত্তর কোরিয়ার কোনও নাগরিক যদি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা অন্যকে পালাতে সাহায্য করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

জানা গিয়েছে, যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিজে প্রথমে চিনে গিয়েছিলেন। সেখানে অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়েন এবং তাদের দেহব্যবসায় বাধ্য করা হয়। সেখানে কাজ করা কয়েকজন মহিলা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ দেখালে অভিযুক্তরা সাহায্য করেন।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...