Tuesday, August 12, 2025

মাত্র ২৭ বছরের ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানোর। ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন রুকসানা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৭ বছর বয়সী রুকসানা ‘স্ক্রাব টাইফাস’ নামক রোগে ভুগছিলেন। যদিও রুকসানার পরিবার বিষক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গায়িকার মা এবং বোন অভিযোগ করেছেন যে পশ্চিম ওড়িশার একজন প্রতিদ্বন্দ্বী গায়ক তাঁর উপর বিষ প্রয়োগ করেছেন। এর আগে নাকি রুকসানাকে তিনি হুমকিও দেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে শ্যুটিং চলাকালীন ফলের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন রুকসানা। এরপর থেকে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে।

রুকসানাকে ২৭ অগাস্ট ভবানীপাটনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর তাঁকে বালাঙ্গীরের ভীমা ভাই মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। তার অবস্থার অবনতি হলে তাকে বদগাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

রুকসানার মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে তার মেয়ের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতে থাকে এই ভিডিয়োটি। যদিও বিশ্ব বাংলা সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োতে তার মা জানিয়েছেন, রুকসানাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে রুকসানা স্ক্রাব টাইফাসের জন্য চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে পুলিশ ও মেডিক্যাল টিম মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে।









spot_img

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...