আর জি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় তাকে সমর্থন করে প্রাসঙ্গিত থাকার চেষ্টা করে গেরুয়া শিবির। কিন্তু মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার সদর্থক পদক্ষেপের ফলে যখন পরিস্থিতি স্বাভাবিক, তখন আন্দোলনকের ছোট করতে আসরে নেমেছেন BJP নেতারা। সোমবার, অশোক দিন্দার (Ashok Dinda) পরে মঙ্গলবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) কটাক্ষ করে বলেন, “এত নাটক করে কী লাভ হল?“
দিলীপের মন্তব্য নিয়ে প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, ”দিলীপের বক্তব্য নিয়ে আমার কোনও মন্তব্য নেই। আর জি করে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি চাই। আমার দলও বিচার চাইছে।” থ্রেট কালটার নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করেন কুণাল। বলেন, ”আর যে থ্রেট কালচারের কথা উঠছে সেটা তো দিলীপ ঘোষের উপর হয়েছে। যেদিন থেকে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে ভোটে দাঁড় করানো হয়। এটাই তো থ্রেট কালচারের নমুনা।”
দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের প্রশ্ন, রাজনৈতিক নেতা হয়ে তরুণীর বিচারের জন্য কী করেছেন দিলীপ? আন্দোলনকারীদের মতে, “আমরা ছাত্ররা আন্দোলন করেছি বিচারের জন্য। যতক্ষণ বিচার না পাব, আমাদের আন্দোলন চলতে থাকবে। সুপ্রিম কোর্টের শুনানি এত কেন পিছনে, সেই বিষয়ে তাঁর কী বক্তব্য? সেটা তিনি বলুন।”
এবার দলীয় নেতৃত্বের মন্তব্য নিয়ে গেরুয়া শিবির কী সাফাই দেয় সেটাই দেখার।