Thursday, November 13, 2025

অচৈতন্য অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে (Manoj Mitra)। সোমবার সকালটা উদ্বেগের মধ্যে কাটলেও রাত থেকে অবস্থার উন্নতি। মঙ্গলবার দুপুরে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে সুখবর শোনালেন তাঁর ভাই সাহিত্যিক অমর মিত্র (Amar Mirta)। নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে একথা জানান তিনি।এই নিয়ে চলতি বছরে তিনবার মনোজ মিত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমবার ভর্তি করানো হয় জুলাই মাসে। তখন পেসমেকার বসে। এর পর ৩০ অগাস্ট তাঁদের আরেক ভাই মারা যান। সে দিনই ফের হাসপাতালে (Hospital) ভর্তি করতে হয় প্রবীণ অভিনেতাকে। আর গত শুক্রবার ফের বুকে ব্যথা, শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করানো হয় ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে।এরই মাঝে অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটায় খুবই বিরক্ত হন তাঁর মেয়ে ময়ূরী মিত্র এবং ভাই অমর মিত্র। ভুয়ো খবর প্রসঙ্গে অভিনেতার ভাই জানিয়েছিলেন, “মনোজ মিত্রর (Amar Mirta) মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে তিনি বেঁচে রয়েছেন।” তারপর মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করে অমর লিখেছেন,”দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।”









Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version