Tuesday, November 4, 2025

ইজরায়েলের ‘মিসাইল ভলি’, পাল্টা ভাঙল ‘আয়রন ডোম’! মৃত্যু ছাড়ালো ৫০০

Date:

Share post:

হিজবুল্লার সঙ্গেও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। লেবাননে হিজবুল্লার এক হাজারের বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল নেতানিয়াহুর দেশ। সোমবার থেকে এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০ জনের। জখম প্রায় ২০০০। আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হিজবুল্লা গোষ্ঠীর দাবি, ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে ২০০টি রকেট হামলা চালানো হয়েছে যা কার্যত ভলিবল খেলার মত দৃশ্যে পরিণত হয়।

গত ১১ মাস ধরে রক্তাক্ত গাজার ছবি দেখছে বিশ্ব। এখন উদ্বেগ বাড়ছে লেবানন নিয়ে। গাজাযুদ্ধে হামাসের সমর্থনে রয়েছে হিজবুল্লা। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে বেইরুটের দিকে পালিয়ে যাচ্ছেন। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হচ্ছে। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানো রাশিয়া ইজরায়েল ও হিজবুল্লাকে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে। দুই পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ ইজরায়েলের। সে দেশে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। তাদের সমর্থন জানায় হিজবুল্লাও। তার পরই শুরু হয় সংঘর্ষ। হিজবুল্লার হুঁশিয়ারি, যে ভাবে ইজরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে, তার পরিণতি ভুগতে হবে। ইজরায়েলের দাবি, হিজবুল্লাকে তারা নির্মূল করবেই। এর ফল ভুগছে সাধারণ মানুষ। হচ্ছে প্রাণহানি। চলছে হামলা পাল্টা হামলাও।

তবে সোমবার রাত থেকে পাল্টা চাপ বাড়িয়েছে হিজবোল্লা। ইজরায়েলের দুই সামরিক ঘাঁটির উপর হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহুর। হাইফা শহরের কাছে সমারিক ঘাঁটি ও দক্ষিণের বেকা শহরে হামলা চালানো হয়েছে। রাতে মুহুর্মুহু হামলার ফলে কার্যত ভেঙে পড়েছে ইজরায়েলের প্রতিরোধী আয়রন ডোম, যা এই ১১ মাস ধরে ইজরায়েলের মানুষকে ড্রোন থেকে মিসাইল হামলা থেকে বাঁচিয়েছে।

আরও পড়ুন- গুজরাটের শিক্ষকের লা.লসায় ৬ বছরের শিশু! ধ.র্ষণে বা.ধার শা.স্তি খু.ন

spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...