Wednesday, November 12, 2025

বন্যা দুর্গতদের পাশে কলকাতা পুরসভা, বানভাসিদের ত্রাণ তাহবিলে একমাসের বেতন দান কাউন্সিলরদের

Date:

Share post:

ডিভিসির ছাড়া জলে বন্যার কবলে রাজ্যের একাধিক জেলা। জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। পুজোর আগে শেষ সম্বলটুকুও হারিয়ে নিঃস্ব হয়েছেন বাংলার লক্ষ লক্ষ মানুষ। সরকারি হিসেবে দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন। জলস্তর কিছুটা নামতে শুরু করলেও হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণের কয়েকটি জেলার বিভিন্ন অঞ্চল কার্যত শ্মশানে পরিণত হয়েছে। প্রথমদিন থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ-মন্ত্রী-বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। এবার বন্যায় সর্বহারা মানুষের পাশে দাঁড়াচ্ছে কলকাতা পুরসভাও। দুর্গতদের সাহায্যার্থে এক মাসের সাম্মানিক বেতন তুলে দেবেন শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

বুধবার পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব রাখেন ১৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের এক মাসের বেতন মেয়র্স রিলিফ ফান্ডে দান করার আহ্বান জানান। সংগৃহীত অর্থের পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলেও জানিয়েছেন মেয়র। পাশাপাশি মেয়র আরও বলেন, অধিবেশন শুরুর আগে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালয়েট সার্ভিসেস অ্যাসোসিয়েশন বন্যা দুর্গতদের জন্য ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। সেই অর্থও সিএম রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- KMC: তৈরি হচ্ছে নিজস্ব প্ল্যান্ট, চিকিৎসা বর্জ্য নিয়ে তৎপর পুরসভা

 

 

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...