Friday, November 14, 2025

আজ জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন

Date:

দীর্ঘ এক দশক পর ভূস্বর্গ জুড়ে বিধানসভা নির্বাচন (Assembly election in Jammu and Kashmir) হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর ৯০ টি আসনের মধ্যে প্রথম দফায় ২৪টি বিধানসভায় ভোট হয়েছে। বুধবার জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Second phase of election) শুরু হয়েছে। এদিন সকাল ৭টা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ওমর আবদুল্লা-সহ মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে। অশান্তি এড়াতে উপত্যকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের।

দ্বিতীয় দফায় জম্মুর তিন জেলা রাইসি, রাজৌরি, পুঞ্চ এবং মধ্য কাশ্মীরের বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগরে ভোট হচ্ছে। শ্রীনগরে ৮, বদগাম ও রাজৌরিতে ৫টি করে, পুঞ্চে ৩, গান্ডেরবালে ২ এবং রাইসিতে ৩টি বিধানসভা আসন রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা (লড়ছেন শ্রীনগর জেলার মধ্য শালতেং কেন্দ্র থেকে), বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না(নওশেরা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন), জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারি প্রমুখ। ওমর আবদুল্লা বদগাম ও গান্ডেরবাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৭০ বিলোপ করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিন দফার শেষে গণনা হবে আগামী ৮ অক্টোবর।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version