Wednesday, November 12, 2025

বিকাশরঞ্জনে আস্থা নেই, তিলোত্তমার মা-বাবার হয়ে লড়বেন নয়া আইনজীবী! 

Date:

বাম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) মামলা লড়ার পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতা তরুণীর মা-বাবা। সূত্রের খবর চিকিৎসকক্ষের পর এবার আইনজীবী বদল করল তিলোত্তমার পরিবার। সুপ্রিম কোর্টের (SC) আগামী শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের হয়ে স‌ওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার (Internationally Renowned Lawyer Brinda Grover)।

স্কুলে চাকরির দাবিতে ধর্নারত মামলাকারীদের হয়ে বছরের পর বছর ধরে লড়ছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু তিনি কেসের দায়িত্ব নেওয়া মানে যে আদালতে ‘ তারিখ পে তারিখ ‘ পাওয়া ছাড়া আর কিছুই নয় তা বুঝতে পেরে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরাও বাম আইনজীবী থেকে মুখ ফিরিয়েছেন। অনেকেই বলাবলি করছেন যে, ‘বিকাশ বাবু মামলা নেওয়া মানে নিষ্পত্তি নয়, বরং দিনের পর দিন কেস টেনে নিয়ে গিয়ে মক্কেলকে সর্বস্বান্ত করায় তাঁর লক্ষ্য।’ এই আবহে এবার আইনজীবী বদল করলেন চিকিৎসক তরুণীর মা বাবা(Victim’s Parents Lawyer Changed)। যদিও বিকাশরঞ্জনের বিরুদ্ধে তাঁরা প্রত্যক্ষভাবে কোনও অভিযোগ করেননি তবে তিলোত্তমার পরিবার সূত্রে খবর, তাঁরা চাইছেন দক্ষ কোনও আইনজীবী তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক।তাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভারকেই নিযুক্ত করেছেন তাঁরা। চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং প্রশ্ন করছেন, এভাবেই পরবর্তী শুনানি থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মৃতার পরিবারের তরফে লড়াই করবেন স্বনামধন্য আইনজীবী। বৃন্দার ক্যারিয়ারগ্রাফ বলছে, ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন বৃন্দা।শিশুদের যৌন হেনস্থা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতে এই আইনজীবীর বিশেষ অবদান রয়েছে। তিনি আবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও বটে। আগামী ৩০ তারিখ সুপ্রিম আদালতে বৃন্দার সওয়াল জবাব আর জি কর মামলাকে (RG Kar Medical College and Hospital) কোন জায়গায় নিয়ে যায় এখন সেটাই দেখার।


Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version