Monday, November 3, 2025

বেঙ্গালুরুর তরুণী খুনে বাংলাকে বদনামের চক্রান্ত ব্যর্থ, অভিযুক্ত আত্মঘাতী ওড়িশায়!

Date:

Share post:

বেঙ্গালুরু (Bengaluru) হত্যাকাণ্ডে নয়া মোড়! বেঙ্গালুরুতে তরুণীকে খুন করে নৃশংস ভাবে তাঁর দেহ ৫৯ টুকরো করার অভিযোগ উঠেছিল। তারপর তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ শুরু করেছিল বেঙ্গালুরুর পুলিশ। এর মাঝেই বুধবার ওড়িশা (Odisha) থেকে মিলেছে অভিযুক্তের ঝুলন্ত দেহ! এমনকী একটি ডায়েরিতে থেকে সুইসাইড নোটও (Suicide note) পাওয়া গিয়েছে। আর তাতে খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে সে। ফলে এই ঘটনায় বাংলায় অভিযুক্তের লুকিয়ে থাকার যে তথ্য খাঁড়া করার চেষ্টা করেছিল বেঙ্গালুরু প্রশাসন, তা কার্যত খারিজ হয়ে গেল।

আত্মঘাতী হওয়া যুবকের নাম মুক্তিরঞ্জন রায়। বুধবার ওড়িশার ভদ্রক (Bhadrak) জেলায় একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে। তিনি নিহত তরুণীর সহকর্মী ছিলেন। ছিলেন ঘনিষ্ঠ বন্ধুও। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর তিনি শেষবার অফিসে এসেছিলেন। নিহত তরুণীও শেষ অফিস করেন ওইদিনই। এরপর এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসে।

বুধবার ওড়িশার পান্ডিতে নিজের গ্রামে গিয়েছিলেন অভিযুক্ত মুক্তিরঞ্জন রায়। সেদিন  রাতেই প্রতিবেশীরা তাঁর ঝুলন্ত দেহ খুঁজে পান। পুলিশি তদন্তে  তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পর মুক্তির লেখা একটি সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়েছে। সুইসাইড নোটে লেখা আমি আমার প্রেমিকা মহালক্ষ্মীকে খুন করি ৩ সেপ্টেম্বর। আমি ওর ব্যবহারে ভেঙে পড়েছিলাম। আমার সঙ্গে ওর ঝগড়াও হয়। মহালক্ষ্মী আমায় মারধর করে, অপমান করে। ওর এরকম আচরণে ভয়ানক রেগে গিয়ে আমি ওকে খুন করি।”

এই সুইসাইড নোট পড়েই পুলিশ জানতে পেরেছে, বেঙ্গালুরুতে (Bengaluru) একা থাকা কর্মরতা তরুণীকে খুন করে মোট ৫৯ টুকরো করেছিলেন অভিযুক্ত মুক্তিরাজন। তারপর সেই দেহাংশগুলি ফ্রিজে পুরে রেখেছিলেন। মূলত তরুণীর আচার-ব্যবহারে বিরক্ত ও হতাশ হয়েই হাড়হিম কাণ্ড ঘটিয়েছিল খুনের আত্মঘাতী (suicide) খলনায়ক মুক্তিরাজন রায়।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...