Thursday, December 25, 2025

“DVC-র ‘দান’ নেবে না বাংলা”: বিক্ষোভ কর্মসূচিতে ক্ষোভ উগরে দিলেন শোভনদেব

Date:

Share post:

ঝাড়খণ্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিকে তোয়াক্কা না করেই জল ছেড়েছে DVC। বৃহস্পতিবার সকালে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই, এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও কঠিন আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উল্টোডাঙার ডিভিসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষোভ উগরে দেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। ডিভিসি রাজ্যের বন্যা ত্রাণ তহবিলে কর্মচারীদের এক দিনের বেতন দান করবে বলে সিদ্ধান্ত নিলেও, সেই দান রাজ্য সরকার গ্রহণ করবে না বলে স্পষ্ট জানান তিনি। তবে ডিভিসির কোনও কর্মচারী ব্যক্তিগতভাগে বন্যাদুর্গতদের জন্য দান করতে চাইলে তাতে আপত্তি নেই।ভারী বৃষ্টির ফলে গত ১৭ সেপ্টেম্বর থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনও জলের নীচে। এই অবস্থায় দক্ষিণবঙ্গে নতুন করে নিম্নচাপ শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আরও জল ছাড়তে পারে ডিভিসি। এদিন ডিভিসির দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষোভ উগরে দেন শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। রাজ্যের বন্যা ত্রাণ তহবিলে কর্মচারীদের এক দিনের বেতন দানের ডিভিসি-র সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ডিভিসির কাছ থেকে কোনও সাহায্য আমরা নেব না। DVC-তে আমাদের ইউনিয়ন আছে। ডিভিসির কর্মচারীদের বেতন কাটতে দেবে না। বন্যা তো হয়েই গিয়েছে। মানুষ তো এখন জলের তলায়। এখন টাকা দিয়ে কী হবে? ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডিভিসি মোট ৮ লক্ষ ২৭ হাজার কিউসেক জল ছেড়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক হল, জল ছাড়ার আগে মাত্র তিন ঘণ্টা সময় দিয়েছে। সেটাও মধ্যরাতে। মানুষ যেই সময় ঘুমোয় তখন কোনমতেই উদ্ধারকাজ সম্ভব নয়। ঘূর্ণিঝড়ে আমাদের রাজ্যে মানুষ মারা যাননি। আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছিল। এই বন্যায় অনেকের মৃত্যু হয়েছে। ডিভিসি আমাদের সঙ্গে কোনও সহযোগিতা করে না। পাঞ্চেত এবং মাইথনের ধারণক্ষমতা কমে গিয়েছে। সেই সংস্কারের দিকে কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না। এখন বড় বড় প্ল্যান্ট তৈরি করাই ওঁদের লক্ষ্য।“











spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...