Thursday, November 6, 2025

আগামিকাল আইএসএল-এর ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে ডুরান্ডের জবাব দিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলের প্রথম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মোহনবাগান। শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামছে জোসে মোলিনার দল। বিএফসির বিরুদ্ধে খেলতে আজই বেঙ্গালুরু উড়ে গেল সবুজ-মেরুন।

মোহনবাগান এখন আইএসএলে শনিবারের বেঙ্গালুরু ম্যাচে ফোকাস করছে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের পরই ইরানে দল পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে মোহনবাগান। এদিন কোচ মোলিনা জানালেন, পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস আপাতত শুধু এসিএল ম্যাচে খেলবেন। বেঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে চাই। এই নিয়ে বাগান কোচ বলেন,” বেঙ্গালুরুর বিরুদ্ধে আলবার্তো খেলতে পারবে না। আমাদের অপেক্ষা করতে হবে। ও এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেনি। আমাদের হাতে রক্ষণের খুব বেশি পরিবর্ত খেলোয়াড় নেই। তবে শেষ ম্যাচে যে চার জন খেলেছিল, তারা সুস্থ আছে। বেঙ্গালুরুর বিরুদ্ধেও হয়তো ওদেরই খেলাব।”

পরের সপ্তাহে বুধবার ইরানে ম্যাচ রয়েছে মোহনবাগানের। সেখান থেকে ফিরেই খেলতে হবে মিনি ডার্বি। সূচি নিয়ে খুশি নন মোহনবাগান কোচ মোলিন। তিনি বলেন,” ইরানে গিয়ে খেলতে হবে আমাদের। অনেকটা পথ। সেখান থেকে আমরা ফিরব ৪ অক্টোবর। তার পর ৫ অক্টোবর খেলতে হবে আমাদের। এটা ঠিক নয়। ম্যাচটা ৬ অক্টোবর দিতে পারত। তাহলেও অন্তত একদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যেত। এটা নিয়ে আইএসএলের চিন্তাভাবনা করা উচিত। যে ভারতীয় ক্লাবগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, তারা ভারতীয় ফুটবলের প্রতিনিধি। সেই কারণে ওই দলগুলোকে সাহায্য করা উচিত বাকিদের, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে।”

এদিকে এর মধ্যেই খবর, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইরানের ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ নিয়ে জটিলতা অব্যাহত। ২ অক্টোবর ম্যাচ ইরানের তাবরিজে। মোহনবাগান ফুটবলারদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হয়নি। সবার ভিসা পেয়ে গিয়েছে ক্লাব। কিন্তু ইরান সরকারের কূটনৈতিক আইন অনুযায়ী ভারতের বিদেশি ফুটবলারদের সে দেশে খেলা নিয়ে সমস্যা রয়েছে। শুধু বিদেশি নন, ইরান সরকারের কঠোর আইন মাথায় রেখে ভারতীয়দের নিয়েও এ দেশের সরকারের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। যা এই বছরের এপ্রিলেই বলবৎ হয়।

ফলে মোহনবাগান দল পাঠাতেই পারে ইরানে। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব ফুটবলারদের এবং সংশ্লিষ্ট ক্লাবের। মোহনবাগান নিরপেক্ষ ভেনুতে ম্যাচ চেয়ে এএফসি-কে চিঠি দিলেও তা খারিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইরানে দল না পাঠালে বড় জরিমানার মুখে পড়তে হবে মোহনবাগানকে। তাই দল পাঠানো ছাড়া উপায় নেই।

আরও পড়ুন-পূর্বাভাস ছিল, বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশের প্রথম দিনের খেলা

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version