Tuesday, August 26, 2025

কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হলেন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মেন্টর করল কেকেআর। এদিন এমনটাই জানান হল কোলকাতার পক্ষ থেকে। নতুন দায়িত্ব উচ্ছ্বাসিত ডিজে ব্রাভো। গতবছর গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কেকেআর। তার হাত ধরেই দীর্ঘদিন পর আইপিএল ট্রফি ঘরে তোলে কলকাতা। কিন্তু এখন গম্ভীর ভারতীয় দলের কোচ। তাঁর জায়গায় ব্রাভোকে নিয়ে এল কেকেআর।

নতুন দায়িত্ব পেয়ে ব্রাভো বলেন,” গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। যেভাবে ওরা দল পরিচালনা করে তা শেখার মতো। দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।”

এদিকে ব্রাভোকে মেন্টর করে কোলকাতার সিইও ভেঙ্কি মাইসোর বলেন,” ব্র্যাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে ওর। আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।”

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন ব্রাভো। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৮৩টি উইকেট। সব দল মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

 

 

 

গম্ভীর ভারতীয় দলে যোগ দেওয়ায় , প্রথমে জল্পনা ছড়ায় প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে কেকেআরের মেন্টর হিসেবে। কিন্তু দ্রাবিড় তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালসে মেন্টর হিসাবে যোগ দেন।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version