Friday, November 7, 2025

‘গণশক্তি’র পাতায় ‘উৎসব’ উদযাপনের বিজ্ঞাপন! বামেদের দ্বিচারিতায় তীব্র কটা.ক্ষ কুণালের

Date:

Share post:

‘উৎসব নয়, বরং প্রতিবাদে আছি’- জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে (WBJDF) হাতিয়ার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই স্লোগানকে সমাজমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করেছে ভোট বাক্সে শূন্য হয়ে যাওয়া বামেরা। অথচ তাদের অফিসিয়াল মুখপত্রে (গণশক্তি) ‘উৎসব’ উদযাপনের বিজ্ঞাপন কি দ্বিচারিতার প্রতিষ্ঠিত উদাহরণ নয়?এবার সোশ্যাল মিডিয়ার সেই ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে ঘোলা জলে রাজনীতি করে লাইমলাইটে আসতে চেয়েছে লাল পতাকাধারীরা। বারবার আন্দোলনরত চিকিৎসক মঞ্চে সিপিআইএমের (CPIM) বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ৪২ দিন ধরে প্রতিবাদের নামে যে এত প্রচার চলল তার নেপথ্যে বাম মদত স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গোৎসবে ফেরার কথা বলতেই তার মন্তব্যের ভুল তর্জমা করে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েন নামী-বেনামী কমরেডরা। শুরু হয় উস্কানি আর প্ররোচনা দিয়ে সাধারণ মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া। অথচ লাল পার্টির অফিসিয়াল কাগজের প্রথম পাতার জ্যাকেটে দেখা গেল একটি জুতোর বিজ্ঞাপনী প্রচার, যার মূল বার্তা উৎসবের উদযাপন। এখন প্রশ্ন ‘গণশক্তি’ তো কোনও বাণিজ্যিক কাগজ নয়। তাহলে পক্ককেশের বামনেতাদের মুখপত্রে এই বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কি? উত্তরটা পরিষ্কার, টাকা দিয়ে আত্মা বিক্রির পথে হেরেছেন কমরেডরা। আর সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার জঘন্য খেলা চলছে সোশ্যাল মিডিয়ায়। এদিন নিজের ফেসবুক পেজে কুণাল ঘোষ লেখেন, ‘দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ আজ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন। ফেসবুকে বিপ্লব – পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উল্টো স্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। কমরেড, এবার পুজোয় এই জুতো পরে উৎসবে সামিল হোন।’ পাশাপাশি বামেদের তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জানান, ‘গণশক্তি’ টাকা নিয়ে স্লোগান ঠিক করে দিয়েছে। অর্থাৎ একদিকে মানুষকে আবেগ দিয়ে প্ররোচনা আর অন্যদিকে টাকা নিয়ে কাগজের প্রথম পাতায় পার্টি লাইনের উল্টো স্লোগান প্রমোট করা বামেদের দ্বিচারিতা জলের মতো পরিষ্কার। এই বামেদের থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কুণাল।



 

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...