Wednesday, November 12, 2025

অধীরের পরে শুভঙ্কর! ‘গো-ব্যাক’ শুনে সাগর দত্ত ছাড়তে বাধ্য হলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

পূর্বসূরি ধারা বজায় থাকল উত্তরসূরির ক্ষেত্রেও। প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ বদল হলেও শুনতে হল ‘গো-ব্যাক’। রবিবার, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু সেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। মঞ্চ থেকে তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। আন্দোলনে সামিল হতে হাসপাতাল চত্বরে যাওয়ার পর রীতিমত বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয় শুভঙ্করকে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিগ্রহকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে উত্তপ্ত কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। শুক্রবার রাতে সেখানে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আত্মীয়েরা হাসপাতালের চার তলায় উঠে ডাক্তার, নার্সদের আক্রমণ করেন বলে অভিযোগ। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। তাই শুক্রবার রাত থেকেই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন। এদিন সেই আন্দোলনে দলবল নিয়ে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, “রাজনৈতিক রং লাগাতেই এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাই তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছি আমরা। এই মঞ্চ ব্যবহার করে কোনও রাজনীতি চলবে না।”

ডাক্তারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে মুখ বাঁচাতে শুভঙ্কর বলেন, “ওঁরা আমাদের গো ব্যাক বলেননি। আমি গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ঝান্ডা না নিয়ে আসার জন্য ওঁরা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বলেছেন, যে হেতু আমাদের রাজনৈতিক পরিচয় আছে, তাই আন্দোলন থেকে দূরে থাকতে। আমরাও চাই না এই আন্দোলনে রাজনৈতিক রং লাগুক।”









Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version