পিতৃতর্পণেও বাধা কমরেডদের! হিন্দু রীতি মেনে পিতৃপক্ষের শেষে মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করা হয়। এ রীতি বহু প্রাচীন। আর এর পরেই দেবীপক্ষের সূচনা। বঙ্গে দুর্গার আগমণ বার্তা। আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা মন ভারি বাংলার। উৎসবের মধ্যেই সবাই চাইছেন দ্রুত বিচার পান তিলোত্তমা। কিন্তু কিছু স্যোশাল মিডিয়া নির্ভর কমরেডরা পিতৃতর্পণের আচারেও বাধা দানে তৎপর। বাঙালির চিরাচরিত আবেগকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে প্রচারে থাকতে চাইছে বামেদের একাংশ- অভিযোগ সামাজিক মহলের।
দল-মত নির্বিশেষে সারা বাংলার দাবি-আর জি করে দোষীরা শাস্তি পাক। কেউ যেন ছাড় না পায়। কিন্তু এর সঙ্গে পুজোকে জড়াতে বাংলার মানুষ রাজি নন। পুজো ঘিরে যে বিপুল কর্মসংস্থান এবং আয় হয়- তা কোনও ভাবেই হারাতে রাজি নন শ্রমজীবী মানুষ। সবার একটাই দাবি, বিচারের দাবি, অন্যায়ের প্রতিবাদ চলুক। কিন্তু পাশাপাশি দুর্গাপুজোও চলুক। কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে বামেরা।
ভোটের লড়াইয়ে শূন্য। এবার মৃত্যু নিয়ে রাজনীতিতে নেমেছে বামেরা। তিলোত্তমার ঘটনাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে এবার পুজোকে বিভ্রান্ত করতে নেমেছে তারা। মহালয়া থেকে মিছিল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে ফেসবুকীয় CPIM। আর এই উৎসবের সূচনাকালে ফের উত্তাল করার চেষ্টা করছে মহানগরকে।