Thursday, December 4, 2025

বিএফসির কাছে হেরে কী বললেন বাগান কোচ মোলিনা?

Date:

Share post:

গতকাল বেঙ্গালুরু এফসির কাছে হারের মুখ দেখে মোহনবাগান সুপার জায়ান্ট। বিএফসির কাছে ৩-০ গোলে হারে জোসে মোলিনার দল। মোহনবাগানের পারফরমেন্সে হতাশ সবুজ-মেরুক সমর্থকরা। হতাশ বাগান কোচও। এই হারের থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোথা বললেন মোলিনা।

ম্যাচ শেষে বাগান কোচ বলেন, “ঘরের মাঠের যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমাদের সমস্যা থেকে বের করে আসতে আক্রমণে শক্তি বাড়াতে হত ও বলের নিয়ন্ত্রণও বাড়ানোর প্রয়োজন ছিল। দু’দিক দিয়েই বেঙ্গালুরু আমাদের চেয়ে আজ এগিয়ে ছিল। প্রতিপক্ষের গোলের সামনে একেবারেই নিখুঁত খেলতে পারিনি আমরা। এই ব্যাপারেও ওরা আমাদের পিছনে ফেলে দিয়েছে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের ফিনিশ, আমাদের শুটিং খুব খারাপ হয়েছে। তাই আমরা সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারিনি। গোল করতে না পারলে তো আর ম্যাচ জেতা যায় না। বেঙ্গালুরু বারবার রক্ষণে লোক বাড়িয়ে আমাদের আটকে দেয়। বলের ওপর দখলও বেশি ছিল ওদের। সব মিলিয়ে আমরা খারাপ খেলেছি আজ। তবে এই পারফরম্যান্স মনে রাখলে চলবে না। সামনের দিকে তাকাতে হবে আমাদের।”

প্রতি ম্যাচে একাধিক গোল খাচ্ছে দল। রক্ষণে যে সমস্যা রয়েছে, তাও স্বীকার করেছেন । এই নিয়ে মোলিনা বলেন, “স্পষ্টতই, প্রতি ম্যাচে গোল খাচ্ছি আমরা। কিছু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে। তবে বেশিরভাগ গোলই হয়েছে আক্রমণের ভুল থেকে। আমার মনে হয়, আমাদের রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণেও উন্নতি আনতে হবে। আক্রমণ যত ধারালো হবে, রক্ষণও তত ভাল খেলবে। আমার কাছে দুটো ব্যাপার আলাদা নয়, একই। দু’টোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাছাড়া আমরা আজ বেশিরভাগ সময়ই পা থেকে বল খুইয়েছি। গত ম্যাচের মতো ওঠা-নামাও ভাল হয়নি আমাদের। জেতার জন্য এগুলো খুবই দরকার ছিল।”

আইএসএলে মোহনবাগানের পরবর্তী দুই ম্যাচই কলকাতা ডার্বি। যার প্রথমটি তারা খেলবে ফর্মে থাকা মহমেডান এসসি-র বিরুদ্ধে, ৫ অক্টোবর ও তারপরের ম্যাচটি ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে, ১৯ অক্টোবর।

আরও পড়ুন- কেন ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...