Saturday, August 23, 2025

এটা কফির দোকান নয়: আইনজীবীকে কেন সতর্ক করলেন প্রধান বিচারপতি

Date:

Share post:

দেশের সর্বোচ্চ আদালত যে কোনওভাবেই কফির দোকানের মতো আড্ডাখানা হতে পারে না, ফের একবার স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। আদালতে শুনানি চলাকালীন ‘ইয়েস’ (yes) না বলে ‘ইয়াহ’ (yah) বলায় আইনজীবীকে প্রধান বিচারপতির কড়া ধমকের মুখে পড়তে হল সোমবার সুপ্রিম কোর্টে।

আর জি করের (R G Kar case) শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি আচমকাই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজলাসে চিৎকার করে উঠেছিলেন। প্রধান বিচারপতি তাঁকে কড়া ধমক দিয়েছিলেন। এমনকি পরবর্তী শুনানির দিন শুনানির শুরুতে আদালতের লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) থেকে প্রচার পাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন। এবার প্রধান বিচারপতির ধমকের মুখে আরেক আইনজীবী।

২০১৮ সালের একটি মামলায় বিবাদী পক্ষ হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম যুক্ত করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সংবিধানের (Constitution of India) ৩২ নম্বর ধারা তুলে ধরে নাম যুক্ত করা থেকে আইনজীবীকে বিরত থাকার নির্দেশ দেন। উত্তরে যুক্তি দেখাতে গিয়ে আইনজীবী বার বার ‘ইয়াহ’ কথাটির উল্লেখ করেন। তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের গাম্ভীর্যকে স্মরণ করিয়ে প্রধান বিচারপতি উল্লেখ করেন, “ইয়াহ (yah) ইয়াহ ইয়াহ বলবেন না। বলুন ইয়েস। এটা কফির দোকান (coffee shop) নয়। এটা একটা আদালত। যাঁরা ইয়াহ বলেন তাঁদের প্রতি আমার একটু অ্যালার্জি (allergy) রয়েছে।”

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...