Friday, August 22, 2025

‘দাদাসাহেব ফালকে’ পেয়ে মিঠুন ভাসলেন শুভেচ্ছায়, অভিনন্দন জানিয়েও অতীত স্মরণ করালেন কুণাল

Date:

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সুখবর পেয়ে ডিস্কো ডান্সারকে অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন নেতা থেকে অভিনেতা। এ দিন নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ‘মিঠুনদাকে’। পাশাপাশি, মিঠুনকে অতীত স্মরণ করান তিনি।২০১৪ সালে প্রকাশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পাশাপাশি স্বীকার করেছিলেন,পদ্মশ্রীর জন্য তাঁর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মিঠুনকে যাতে পদ্মশ্রী দেওয়া হয়, তার জন্য চিঠিও লিখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবং তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যসভায় পাঠিয়ে যেই স্বীকৃতি দিয়েছিলেন, সেই বিষয়টিকেই এদিন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুনকে আরও একবার স্মরণ করিয়ে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে।
শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে ‘পদ্মশ্রী’ দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।”

মিঠুনের (Mithun Chakraborty) এই পুরস্কারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, “আমি ব্যক্তিগত ভাবে মিঠুন চক্রবর্তীর বিশাল বড় ফ্যান।” অভিনেত্রী ঋতুপর্ণা বললেন, “খুব আনন্দ হচ্ছে। এই পুরস্কার, এই সম্মান মিঠুনদার প্রাপ্য।” পরমব্রতের কথায়, “যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে দাদার কাজ দেখেছি। উনি এখনও সেই একই উদ্যম নিয়েই কাজ করেন।”









Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version