বিপদ বাড়ল সন্দীপের! এবার বেলেঘাটার বাড়িতে পুরসভার অধিকারিক-সহ পুলিশ

জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে পুরসভার অভিযান। বেলেঘাটার বদন রায় লেনের চারতলা বাড়িটি পুরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গিয়েছিল কলকাতা পুরসভার (KMC) নোটিশ (Notice)। পুরসভা সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বাড়িটি খতিয়ে দেখতে গেলেন পুরসভার আধিকারিকরা।

বেলেঘাটা থানার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরসভার তরফে সন্দীপের বাড়িতে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়িটি পরিদর্শন করা হবে। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১২টা নাগাদ সন্দীপের বাড়ি পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা।

সূত্রের খবর, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পাশের ফ্ল্যাটের বাসিন্দা স্বাস্থ্য বিভাগের কর্মী সুপ্রিয়া মুখোপাধ্যায় ২০২১ সালের জুন মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগ, গাজোয়ারি করে দুটি ফ্ল্যাটের মধ্যে ১০ ফুট উচ্চতায় কমন দেওয়াল বানিয়ে ছিলেন সন্দীপ। সেই বিষয়টি খতিয়ে দেখতে এদিন সন্দীপের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা।

আরও পড়ুন- মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত