Thursday, August 28, 2025

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। একইসঙ্গে নেপাল সীমানার কাছে অবস্থিত বিহারের জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় কোশী, গণ্ডক এবং বাগমতী নদীর ধারে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে তীরবর্তী এলাকাগুলিতে। বহু মানুষ ঘর ছাড়া। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জলমগ্ন একাধিক স্কুল, পাওয়ার গ্রিড। হাজারেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্লাবন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিহারের প্রায় ১৬ লক্ষ মানুষ। তবে এখনও হতাহতের কোনও খবর নেই। গোটা বিহারজুড়েই ভারী বৃষ্টি এবং কয়েকটি এলাকায় বন্যার সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের ১২টি দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফের পাশাপাশি সেখানে ২২টি এসডিআরএফ দলও কাজ করছে বলে জানা গিয়েছে।

বিহারের জলসম্পদ দফতর জানিয়েছে,এই বন্যায় ১০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সীতামারি, শেওহর, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সরণ, বৈশালী, পটনা, জেহানাবাদ, মধুবনী এবং ভোজপুর জেলায়। এর জেরে এই জেলাগুলিতে হড়পা বানের আশঙ্কাও থাকছে।

আরও পড়ুন- মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version