Tuesday, November 18, 2025

বিপদ বাড়ল সন্দীপের! এবার বেলেঘাটার বাড়িতে পুরসভার অধিকারিক-সহ পুলিশ

Date:

জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে পুরসভার অভিযান। বেলেঘাটার বদন রায় লেনের চারতলা বাড়িটি পুরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গিয়েছিল কলকাতা পুরসভার (KMC) নোটিশ (Notice)। পুরসভা সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বাড়িটি খতিয়ে দেখতে গেলেন পুরসভার আধিকারিকরা।

বেলেঘাটা থানার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরসভার তরফে সন্দীপের বাড়িতে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়িটি পরিদর্শন করা হবে। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১২টা নাগাদ সন্দীপের বাড়ি পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা।

সূত্রের খবর, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পাশের ফ্ল্যাটের বাসিন্দা স্বাস্থ্য বিভাগের কর্মী সুপ্রিয়া মুখোপাধ্যায় ২০২১ সালের জুন মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগ, গাজোয়ারি করে দুটি ফ্ল্যাটের মধ্যে ১০ ফুট উচ্চতায় কমন দেওয়াল বানিয়ে ছিলেন সন্দীপ। সেই বিষয়টি খতিয়ে দেখতে এদিন সন্দীপের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা।

আরও পড়ুন- মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version