Thursday, December 18, 2025

সুনীতাদের ফেরাতে মহাকাশে পৌঁছল স্পেস এক্সের রকেট!

Date:

Share post:

উৎকণ্ঠার অবসান, মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রথম ধাপ সম্পন্ন। নির্ধারিত সময়ের মধ্যেই মহাকাশে পৌঁছে গেল নাসা  (NASA) এবং স্পেস এক্সের (SpaceX) রকেট। এই যান নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা জানিয়েছে,শনিবার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই বিজ্ঞানীকে উদ্ধার করতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রওনা দিয়েছিলেন মহাকাশচারী নিক হগ এবং আলেকসান্দ্র গোরবুনভ (Nick Hague and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov )। রবিবার সময়মতো এই মহাকাশযান আইএসএস-এ (ISS) পৌঁছে গেছে। যদিও এখনই ফিরছেন না সুনীতারা!

চলতি বছর জুন মাসে বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা ও ব্যারি বুচ। শুরু থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানে পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। কার্যত অচল যানে বিজ্ঞানীদের ফেরানো সম্ভব ছিল না। তাই ৮ দিনের সফরে গিয়ে প্রায় আটমাসের জন্য মহাশূন্যে আটকে পড়েন দুই মহাকাশ বিজ্ঞানী। এবার মাস্কের সংস্থার তৈরি রকেট গেল তাঁদের উদ্ধার করতে। রবিবার স্থানীয় সময়ে সাড়ে ৫টা নাগাদ সেটি স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে এবং ৭টা নাগাদ ডকিং হয়। কিন্তু সুনীতাদের এখনই ফেরা হবে না। কারণ হিসেবে NASA জানিয়েছে, যে দুই মহাকাশবিজ্ঞানী বর্তমানে বেশ কিছু গবেষণা চালাচ্ছেন ফলে তা শেষ করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া সব ধরণের সতর্কতা, অংকের হিসেবে মিলিয়ে নির্বিঘ্নে যাতে দুই মহাকাশচারী প্রত্যাবর্তন করতে পারেন সেই দিকে বিশেষ নজর দিতে হচ্ছে যা যথেষ্ট সময়সাপেক্ষ । তাই যান পৌঁছে গেলেও পূর্ব পরিকল্পনা মতোই সুনীতা ও বুচ পৃথিবীতে ফিরবেন আগামী ফেব্রুয়ারিতে।

 

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...