Thursday, November 6, 2025

উৎকণ্ঠার অবসান, মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রথম ধাপ সম্পন্ন। নির্ধারিত সময়ের মধ্যেই মহাকাশে পৌঁছে গেল নাসা  (NASA) এবং স্পেস এক্সের (SpaceX) রকেট। এই যান নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা জানিয়েছে,শনিবার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই বিজ্ঞানীকে উদ্ধার করতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রওনা দিয়েছিলেন মহাকাশচারী নিক হগ এবং আলেকসান্দ্র গোরবুনভ (Nick Hague and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov )। রবিবার সময়মতো এই মহাকাশযান আইএসএস-এ (ISS) পৌঁছে গেছে। যদিও এখনই ফিরছেন না সুনীতারা!

চলতি বছর জুন মাসে বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা ও ব্যারি বুচ। শুরু থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানে পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। কার্যত অচল যানে বিজ্ঞানীদের ফেরানো সম্ভব ছিল না। তাই ৮ দিনের সফরে গিয়ে প্রায় আটমাসের জন্য মহাশূন্যে আটকে পড়েন দুই মহাকাশ বিজ্ঞানী। এবার মাস্কের সংস্থার তৈরি রকেট গেল তাঁদের উদ্ধার করতে। রবিবার স্থানীয় সময়ে সাড়ে ৫টা নাগাদ সেটি স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে এবং ৭টা নাগাদ ডকিং হয়। কিন্তু সুনীতাদের এখনই ফেরা হবে না। কারণ হিসেবে NASA জানিয়েছে, যে দুই মহাকাশবিজ্ঞানী বর্তমানে বেশ কিছু গবেষণা চালাচ্ছেন ফলে তা শেষ করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া সব ধরণের সতর্কতা, অংকের হিসেবে মিলিয়ে নির্বিঘ্নে যাতে দুই মহাকাশচারী প্রত্যাবর্তন করতে পারেন সেই দিকে বিশেষ নজর দিতে হচ্ছে যা যথেষ্ট সময়সাপেক্ষ । তাই যান পৌঁছে গেলেও পূর্ব পরিকল্পনা মতোই সুনীতা ও বুচ পৃথিবীতে ফিরবেন আগামী ফেব্রুয়ারিতে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version