Friday, November 7, 2025

দলে টানতে মরিয়া ‘শূন্য’ CPIM, মহিলার অনুমতি ছাড়াই প্রচ্ছদে ছবি!

Date:

রংহীন অরাজনৈতিক মিছিলের প্রথম সারিতে দেখা যাচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বকে। কিন্তু পতাকা নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না তাঁদের। যে কোনও রংহীন বিক্ষোভকেই নিজেদের দিকে টানতে মরিয়া তাঁরা। আর সেই করতে গিয়েই একেবারে হাটে হাঁড়ি ভেঙে গিয়েছে। সিপিএমের (CPIM) নতুন বই ‘মেয়েদের লড়াই’-এ যাঁর ছবি প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হয়েছে, তিনি দলের কেউ নন। শুধু তাই নয়, যে ছবি ছাপা হয়েছে সেটা সিপিএমের কোনও মিছিলই নয়, জানাচ্ছেন খোদ যাঁর ছবি সেই নেহা চক্রবর্তী ((Neha Chakraborty)। ভোটের রাজনীতিতে শূন্য। তাই যে কোনও আন্দোলনকারীর ছবি প্রচ্ছদে বা পোস্টারে অনুমতি ছাড়া ছাপিয়ে দেওয়া হচ্ছে। বইয়ের প্রচারে পোস্টার প্রকাশ করেছে (CPIM)। সেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ের মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত। কিন্তু যাঁর ছবি ছাপা হয়েছে, তাঁর অনুমতিটুকু নেয়নি আলিমুদ্দিন। এই ঘটনা নিজের ফেসবুক পেজে লিখেছেন নেহা চক্রবর্তী। তিনি লিখছেন,
“আমি সিপিএম পার্টির সঙ্গে যুক্ত নই এটা সকলের কাছে পরিষ্কার হওয়া দরকার প্রথমেই। সিপিএমের প্রকাশনায় আমার ছবি দিয়েছে, দিতেই পারেন কারণ আন্দোলনের যেকোনো ছবি আমি “own” করিনা সেটা আমার ছবি হলেও,তবে উল্লেখ্য পার্টির লোকজন আমাকে আমার ছবির বিষয় একটুও “অবগত” অবধি করার প্রয়োজন বোধ করেননি। যে মিছিলের ছবি তারা ব্যবহার করেছেন সেটাও সিপিএম এর মিছিল না এটাও জানা দরকার। ফলত আমার ও আমার পরিচিত, অপরিচিতদের বইয়ের প্রচ্ছদের হোয়াটস অ্যাপ স্ট্যাটাস দেখে “হঠাৎ চমকের” মতন বিষয়টা হয়েছে।একে একে লোকজনকে বোঝাতে হচ্ছে যে আন্দোলন আমরা করি বা করছি দীর্ঘদিন ধরে, সেটায় কোনোও পার্টিরই ব্যাক সাপোর্ট নেই।”

শূন্য সিপিআইএম স্বচ্ছ আন্দোলনকে ব্যবহার করে নিজের দলে লোক টানতে চায়। কিন্তু বুদ্ধিমান বাঙালি ওঁদের ফাঁদে পা দিচ্ছে না।







Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version