Monday, August 25, 2025

পুজোর আগে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যের। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি (Increase in commodity prices) নিয়ন্ত্রণ করা কি সম্ভব হয়েছে? এখনও পর্যন্ত কোন কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী? এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে শুক্রবার মুখ্যসচিবের (Chief Secretary)ডাকা এই বৈঠকে। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।শুক্রবার বৈঠকে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের (Task Force)সদস্যদের উপস্থিত থাকার কথা।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতিতে বাজার দর অগ্নিমূল্য! শাকসবজি কাঁচা আনাজ কিনতে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। কাঁচা লঙ্কা, পিয়াজের ইতিমধ্যেই ফের বাজারে দাম বৃদ্ধি হচ্ছে। দাম বাড়ছে বেগুনেরও। পুজোর আগে থেকেই বাজারে যাতে সব দ্রব্যের যোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করা হবে আগামিকালের বৈঠকে বলেই সূত্রের খবর।ইতিমধ্যেই বাজারে বাজারে অভিযান শুরু হয়ে গিয়েছে। এবার এই নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব।। স্বভাবতই তাৎপর্যপূর্ণ হতে চলেছে শুক্রবারের বৈঠক, এমনটাই সূত্রের খবর।

নবান্ন (Nabanna)সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করা হবে আগামিকাল নবান্নের বৈঠকে। পাশাপাশি বিভিন্ন বাজারের শাকসবজির দাম নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের (District Magistrate) থেকে রিপোর্টও নেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।









Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version