এবার আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল, বললেন বিতর্ক থেকে দূরে থাকতে

এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল এফসির নতুন ডিফেন্ডার আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থাকতে বললেন তিনি। পাশাপাশি আনোয়ারকে ভারতীয় ফুটবলের সম্পদ বললেন সুনীল।

দলবদলের বাজারে আলোড়ন ফেলেদেন আনোয়ার। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগদেন ভারতীয় ডিফেন্ডার। তারপর বিষয়টি গড়ায় আদালতেও। চলছে মামলাও। আর এরই মাঝে আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল। বার্তা দিলেন, আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থেকে খেলায় মনোযোগ দিতে। এই নিয়ে সুনীল বলেন, “ আমি এই চুক্তির খুঁটিনাটি কিছুই জানি না। সঠিকভাবে জানিও না, কী হয়েছে। কিন্তু আনোয়ারকে ভালোমতোই চিনি। ওকে পছন্দও করি। আনোয়ার নিজেও জানে যে, ও ভারতীয় দলের সম্পদ। আমি শুধু চাই, ও যেন বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকুক।“ এখনেই না থেমে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক আরও বলেন,” জাতীয় দলের সব তরুণ ফুটবলারের উচিত, এই ধরনের বিষয় থেকে দূরে থাকা।“

দলবদলের বাজারে আলোড়ন তুলে দিয়েছিলেন আনোয়ার। মোহনবাগান ছেড়ে লাল-হলুদে যোগ দেন তিনি। এরপর বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সেখানে আনোয়ারকে প্রায় ১৩ কোটি টাকার জরিমানা, চার মাসের নির্বাসনের মতো কঠিন শাস্তিও শোনানো হয়। এরপর বিষয়টি গড়ায় আদালতে। যদিও আনোয়ারকে নিয়ে মামলা এখনও চলছে।

আরও পড়ুন- আগামিকাল বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, হরমনপ্রীতদের শুভেচ্ছে রোহিত-পন্থ-মিতালি রাজদের