Saturday, August 23, 2025

পুজোর মুখে দুঃসংবাদ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এ বছর পুজোতেও জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পুজোর ছুটির আগে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন (bail)মামলায় কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এমনটা জানিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (arijit banerjee)ডিভিশন বেঞ্চ। আগামী ৭ অক্টোবর সোমবার ফের জামিনের আবেদনের মামলার পরবর্তী শুনানি।পুজোর ছুটির আগে সেদিনই শেষ কর্মদিবস কলকাতা হাই কোর্টের (calcutta high court)।

বৃহস্পতিবার  SSC জামিন মামলার শুনানিতে সিবিআই এর বিলম্ব নীতির বিরুদ্ধে সরব হন পার্থ চট্টোপাধ্যায়ের  আইনজীবী মিলন মুখোপাধ্যায়। দীর্ঘ দু’বছর পেরিয়ে গেলেও এইভাবে দিনের পর দিন, বিনা বিচারে কীভাবে একজনকে হেফাজতে রাখা যায় তা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ-আইনজীবী। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এদিন বলেন, “পুজোর আগে জামিন অসম্ভব। মামলার নিষ্পত্তি হচ্ছে না।”

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি জামিনে মুক্ত হতে পারেননি।এদিকে দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও। অন্যদিকে এসএসসির (SSC) জামিন মামলা নিয়েও বড় ইঙ্গিত দিয়ে দিল কলকাতা আদালত।

পুজোর মুখে দুঃসংবাদ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এ বছর পুজোতেও জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পুজোর ছুটির আগে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন (bail)মামলায় কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এমনটা জানিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (arijit banerjee)ডিভিশন বেঞ্চ। আগামী ৭ অক্টোবর সোমবার ফের জামিনের আবেদনের মামলার পরবর্তী শুনানি।পুজোর ছুটির আগে সেদিনই শেষ কর্মদিবস কলকাতা হাই কোর্টের (calcutta high court)।

বৃহস্পতিবার  SSC জামিন মামলার শুনানিতে সিবিআই এর বিলম্ব নীতির বিরুদ্ধে সরব হন পার্থ চট্টোপাধ্যায়ের  আইনজীবী মিলন মুখোপাধ্যায়। দীর্ঘ দু’বছর পেরিয়ে গেলেও এইভাবে দিনের পর দিন, বিনা বিচারে কীভাবে একজনকে হেফাজতে রাখা যায় তা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ-আইনজীবী। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এদিন বলেন, “পুজোর আগে জামিন অসম্ভব। মামলার নিষ্পত্তি হচ্ছে না।”

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি জামিনে মুক্ত হতে পারেননি।এদিকে দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও। অন্যদিকে এসএসসির (SSC) জামিন মামলা নিয়েও বড় ইঙ্গিত দিয়ে দিল কলকাতা আদালত।









Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version