Wednesday, August 27, 2025

আমরা হাতি হয়ে গেছি: কেন বললেন প্রোডিউসার দেব!

Date:

Share post:

বাংলা ছবির সুপারস্টার দেব। পাগলু থেকে চ্যালেঞ্জ, লে ছক্কা। একের পর এক ছক্কা তো ভালোই হাঁকাচ্ছিলেন। তাহলে হঠাৎ প্রোডিউসার হওয়ার ইচ্ছে হলো কেন? শারদীয়ার আবহে ‘বিশ্ববাংলা সংবাদ’-এ বিশিষ্ট সাংবাদিক ও কুণাল ঘোষের মুখোমুখি হয়ে কারণ জানালেন সুপারস্টার দেব। তাঁর কথায়, আমরা প্রায় হাতি হয়ে গিয়েছিলাম। আমাদের নিতে প্রোডিউসারদের যে পরিমাণ খরচ হয়, তাতে কেউ ছবির গল্পে রিস্ক নিতে চায় না। আর যেসব সাউথের ( পড়ুন দক্ষিণ ভারতের) সিডি হাতে ধরিয়ে বলা হয়, এইসব ছবি করতে হবে সেগুলি করতে মন চায় না। আমি চাইছিলাম কিছু অন্য ধরনের ছবি করতে, অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে। একঘেয়ে চরিত্র একঘেয়ে কাজ ভালো লাগছিল না। তার জন্যেই ছবি প্রযোজনায় আসা।

শুধুই কী সেটাই কারণ? দেব বলেন, আরও কারণ আছে। অনেক কঠিন লড়াই করতে হয়েছে। তাঁর হাউসফুল ছবি হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যে পোস্টার আগের দিন রাতে লাগানোর কথা ছিল, তা পরের দিন জায়গা পায়নি বিলবোর্ডে। সেই কারণে প্রডিউসার হওয়ার তাগিদ আসছিল ভিতর থেকে।

দেবের (Dev) কথায়, আমি এক ধরনের ছবিতে, এক ধরনের চরিত্রে দ্বিতীয়বার অভিনয় করতে চাই না। একবার আমায় লোকে ঐতিহাসিক চরিত্র দেখে নিয়েছে। বাঘা যতীনের চরিত্র করেছি, ব্যোমকেশ করেছি- এগুলো তো আমি কেমন দেখা হয়ে গিয়েছে। সুতরাং নতুন করে এই ধরনের চরিত্রে আর কিছু দেওয়া নেই। এই পরীক্ষা-নিরীক্ষা কেউ করতে রাজি ছিলেন না। কারণ প্রোডিউসার পাওয়ার সমস্যা।

দেবের মতে, তাঁদের মত সুপারস্টারদের নিতে অনেক বাজেট প্রয়োজন হয়। সেটা বাংলা প্রযোজকের সমস্যা। দেবের পুজোর ছবি টেক্কা। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। এখানে একেবারে অন্য চরিত্র দেখা দিয়েছেন তিনি। এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজক দীপক অধিকারী।

 

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...