২০২৪ আইএস্লএল-এ টানা তিন ম্যাচের হারের পর ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লোস কুয়াদ্রাত। আচমকাই দল থেকে সরে দাঁড়ান তিনি। এরপর লাল-হলুদের অন্তর্বর্তী কোচ হন বিনো জর্জ। গতকাল দেশের উদ্দেশে পারি দিয়েছেন লাল-হলুদের প্রাক্তন কোচ । তবে দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা দিলেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে কাটানো বিশেষ মুহুর্ত গুলো ভাগ করে নিলেন তিনি।
গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় কুয়াদ্রাত লাল-হলুদে কাটানো বেশ কিছু ছবি দিয়ে লেখেন, “ একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মান ও গর্বের। ফুটবল পেশাদাররা একটা ক্লাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সেই অবদানটাই চিরকাল মনে থেকে যায়। প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম এরকম ঐতিহাসিক ক্লাব ও অসংখ্য ভক্তদের প্রতিনিধিত্ব করার অর্থ কী। আমি প্রার্থনা করব ‘আমাগো ফ্যানস’ ও বিরাট লাল-হলুদ পরিবারের জন্য ভবিষ্যতে যেন অনেক সাফল্য অপেক্ষা করে থাকে।“
এরপর সমর্থকদের উদ্দেশে কুয়াদ্রাত লেখেন, “ আমি ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে দেশ ছেড়ে যাচ্ছি। আমার সঙ্গে থাকবে একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতি। আর ‘জয় ইস্টবেঙ্গল’ ।“
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস