Friday, January 9, 2026

অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, শুক্রের সকালে উত্তেজনা জগদ্দলে 

Date:

Share post:

বোমাবাজির জোরে সকাল সকাল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে বোমা ছোড়া ,গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন পদ্মনেতা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পাল্টা সেই অভিযোগ খারিজ করে গোটা বিষয়টিতে অর্জুন সিং- এর সক্রিয় মদত রয়েছে বলে দাবি শাসকদলের। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

অর্জুন অভিযোগ করেন, যে তাঁকে খুনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এই ঘটনার সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। এরপর তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর পায়ে স্প্লিংটার লেগেছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)। তিনি জানান ভোট বাক্সে লড়াই করতে না পেরে নানা ভাবে ঘাসফুল শিবিরের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা। এমনকি এদিনের ঘটনায় প্রাক্তন সাংসদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে পাল্টা সওয়াল করেছেন তিনি। সোমনাথ বলেন, এদিন সকালে অর্জুনকেই বন্দুক হাতে বাইরে বেরোতে দেখা গেছে এবং তিনি গুলিও চালিয়েছেন। স্থানীয় এক সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাংবাদিকের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় তাঁকে মারধর করেছেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা

শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে...

রাস্তাই রাস্তা: ইডি-র হানার প্রতিবাদে মিছিল মমতার, রাজপথে জনজোয়ার

রাস্তাই আমাদের রাস্তা- আইপ্যাকের (I-PAC) বিরুদ্ধে হানার প্রতিবাদে এবার রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট

বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার...

অন্তর্বাসের আকার বদল, বিধায়ক পদ হারিয়ে তিন বছরের কারাদণ্ড কেরলের নেতার!

গোপন কথাটি রইল না গোপনে, অন্তর্বাস বদলানোর (resizing the underwear) খেসারত দিতে বিধায়ক পদ হারাতে হল কেরলের ৭১...