Sunday, November 2, 2025

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলার দ্রুত শুনানি খারিজ হাইকোর্টে!

Date:

Share post:

কর্মবিরতিতে অনড় রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম (Supreme Court) নির্দেশ অমান্য করে কাজে ফেরার পরিবর্তে পেন ডাউন করে রেখেছে WBJDF। এর বড় প্রভাব পড়ছে স্বাস্থ্য পরিষেবায় (Health Sector) । শুক্রবার সকালবেলা ঘণ্টা খানেকের জন্য ‘ সিজ ওয়ার্ক’ করেন সিনিয়র চিকিৎসকরাও। ট্রেনি ডাক্তারদের কাজে যোগ না দেওয়ার বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করা হয়। কিন্তু শুক্রবার এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। আদালত সূত্রে খবর মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে। পুজোর পর সেখানে শুনানি হবে।

রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি মেনে নেয়ার পরও কাজে ফিরতে চাইছে না WBJDF। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি (Cease work)। যদিও সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সংখ্যাগরিষ্ঠ এবারের এই কর্মসূচিকে সমর্থন করছেন না। বৃহস্পতিবার টানা ঘণ্টা জিবি মিটিং (GB meeting) হয়েছে। কবে কর্মবিরতি প্রত্যাহার করছেন ট্রেনি ডাক্তাররা সেই আলোচনার মাঝেই জনস্বার্থ মামলা নিয়ে এল বড় আপডেট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলাকারী (স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর) আইনজীবী এই মামলাকে ‘অবৈধ’ ঘোষণা করার জন্য দ্রুত শুনানির আবেদন করেন। মামলাকারী রাজু ঘোষের (Raju Ghosh) বক্তব্য ছিল, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদের কর্মবিরতির সিদ্ধান্ত শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করছে যা যা আদালত অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। তাই দ্রুত পদক্ষেপ করার প্রয়োজন। পাশাপাশি এই আন্দোলনের জেরে প্রভাব পড়ছে। বহু রোগী চিকিৎসা পাচ্ছেন না, অনেকের মৃত্যু হচ্ছে। তাই এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানি প্রয়োজন। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

 

spot_img

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...