হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত কাজী অনির্বাণ (Kazi Anirban)। পেশায় চিত্রশিল্পী অনির্বাণ মৃত্যুকালে বিদেশে ছিলেন বলে খবর। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন কবি নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী। কলকাতাতেই অনির্বাণকে সমাহিত করা হবে, উপস্থিত থাকবে নজরুল পরিবার। সমাজ মাধ্যমে নজরুলের নাতির দেওয়া উপহারের ছবি পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslim Nasrin)।

বিদ্রোহী কবির জীবদ্দশাতেই পিতৃহারা হন কাজী অনির্বাণ। তাঁর মা কল্যাণী কাজী (Kalyani Kazi) একজন লেখক ও সঙ্গীতশিল্পী। গত বছর ‘পিপ্পা’ (Pippa ) ছবিতে ব্যবহার হওয়া ‘লৌহ কপাট’ গানের রিমেক নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে তখন প্রতিক্রিয়া দিয়েছিলেন অনির্বাণ। জানিয়েছিলেন, গানের ব্যাপারে তাঁর মায়ের থেকে সম্মতি নেওয়া হলেও সুর বা কথা পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি। এমনকি এ আর রহমানের (AR Rahman) মতো সংগীত পরিচালক গানটি পাবলিক প্লাটফর্মে নিয়ে আসার আগে নজরুল পরিবারকে শোনাননি বলে অভিযোগ ওঠে। এরপর আর খুব একটা চর্চায় থাকেননি অনির্বাণ। দিন কয়েক আগেই সস্ত্রীক সুইজারল্যান্ডে বেড়াতে যান তিনি। সেখানকার এক হোটেলেই প্রয়াত হন।

