Wednesday, August 27, 2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা হলে দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গতকাল, বৃহস্পতিবার কলকাতা বইমেলার দিন ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য দ্রব্যের স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে।

গতকাল রাতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে ফেসবুক লাইভ করে বইমেলার কথা ঘোষণা করা হয়েছে। সেখানে ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং গিল্ডের সদস্য সুদীপ্ত দে। সুধাংশুবাবু জানান, এবার ২৮ জানুয়ারি থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে। পুজোর সময় আমরা সকলকে এই আনন্দের খররটি জানালাম। আমরা শুক্রবার থেকেই বইমেলার প্রস্তুতিও শুরু দিচ্ছি। যাঁরা স্টল নেন, তাঁদের আবেদনের চিঠি শুক্রবার থেকেই নেওয়া হবে। ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পুজোর ছুটির দিন বাদ থাকবে। ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, পুজোর মতো বইমেলাও উৎসব। আমরা আশা করছি, এবার কলকাতা বইমেলায় রেকর্ড ভিড় হবে। নির্বাচন এবং পরীক্ষার জন্য গত বছর কিছুটা সময় এগিয়ে আনা হয়েছিল বইমেলার। মেলা জানুয়ারি মাসের শেষের দিকেই হয়। এবার ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।’

গত বছর মাসের একদম শেষের দিকে বইমেলা ছিল বলে কিছুটা কমে গিয়েছিল বিক্রি। এবার মাসের শুরুর বইমেলা থাকছে। ফলে, সাধারণ মানুষ হাত খুলে বই কিনতে পারবেন বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রতিদিন বেলা একটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ৪৭তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল ব্রিটেন। এবার বইমেলার থিম কান্ট্রি কী হতে চলেছে তা এখনও জানা যায়নি।









Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version