Wednesday, December 24, 2025

পুজোর মরশুমে মেট্রো চ্যানেলে ডাক্তারদের অবস্থান-অনশনে ‘না’ পুলিশের

Date:

Share post:

উৎসবের মরশুমে শুক্রবার সন্ধ্যা থেকে বিশৃঙ্খলা ধর্মতলা চত্বরে। দুর্গোৎসবের তৃতীয়ায় এবার অবস্থানের পরে অনির্দিষ্টকালের জন্য় অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সবটাই ধর্মতলায় মেট্রো চ্যানেলে (Metro channel)। এই পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে কোনওভাবেই অবস্থানের অনুমতি দিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police), শনিবার মেল মারফৎ জুনিয়র চিকিৎসকদের জানানো হল। একদিকে সাধারণ মানুষের সমস্যা ও অন্য দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কারণেই জুনিয়র চিকিৎসকদের কোনও অনুমতি দেওয়া হল না।

শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে (Metro Channel) জমায়েত করে ঘোষণার কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই জমায়েতের আগে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সেখানেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। পরে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করলেও মেট্রো চ্যানেলেই অবস্থানে বসার ঘোষণা করেন চিকিৎসকরা। কার্যত বিনা অনুমতিতেই সেই আন্দোলন শুরু করেন তাঁরা। কলকাতা পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে রাত ৯টা ৫৫ মিনিটে একটি মেল (e-mail) করা হলেও তার আগে থেকেই অবস্থানে বসে পড়েন তাঁরা। এমনকি অনুমতি চাওয়া হলেও, তাতে সম্মতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা, তা দেখারও প্রয়োজন বোধ করেননি তাঁরা।

তবে মেট্রো চ্যানেলে কোনওভাবেই অবস্থান (sit-in-demonstration) ও অনশন প্রক্রিয়া চালাতে দেওয়া যাবে না বলে শনিবার চিকিৎসকদের মেলের উত্তরে জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। মেলে জানানো হয় উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতলা চত্বর। সাম্প্রতিক সময়ে পদার্পণের পরিসংখ্য়ান সেই কথা বলছে। এখানে অবস্থান চালালে সাধারণ মানুষের সমস্যা। ইতিমধ্য়েই মণ্ডপে মণ্ডপে প্রতিমা রওনা দিয়ে দিয়েছে। ফলে চিকিৎসকদের প্রস্তাবিত জায়গায় অবস্থান বিক্ষোভ শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করবে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...